দিনাজপুর কোচিং সেন্টার চালু রাখায় অপরাধে ৫০ হাজার টাকা অর্থ জরিমানা
- দিনাজপুর প্রতিনিধি:
-
২০২৩-০৫-০২ ১১:১৩:৪৭
- Print
দিনাজপুরে চলমান এসএসসি পরীক্ষায় সরকার ঘোষিত কোচিং সেন্টার বন্ধ রাখা উপেক্ষা করে পাইরোনিয়ার কোচিং সেন্টার চালু রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থ জরিমানা অনাদায় এক মাসের বিনাশ্রম করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার ( ২ মে) সকাল ১০ টার দিকে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় পাইরোনিয়ার কোচিং সেন্টারে অভিযান চালিয়ে কোচিং চালু রাখার অপরাধে এই অর্থদণ্ড আদায় করেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম গোপন সংবাদের ভিত্তিতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে কোচিং চালু রাখার অপরাধে পাইরানিয়ার কোচিং সেন্টার ম্যানেজার মোকাররম হোসেন (৩২) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় কোচিং সেন্টারে দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল বলেও জানা গেছে।
তাৎক্ষণিকভাবে পাইরোনিয়ার কোচিং সেন্টার ম্যানেজার মোকাররম হোসেন জমা রশিদ মূলে ৫০ হাজার টাকা প্রদান করেন এবং চলমান এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় দিনাজপুর কোতোয়ালি থানার একদল পুলিশ সদস্য এই অভিযানে অংশগ্রহণ করেন।