ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
ঝিনাইদহে ১ম স্ত্রীকে নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামী স্বামী শহিদুল ইসল
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-০৫-০২ ১১:০২:০৬
ঝিনাইদহে ১ম স্ত্রীকে নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামী স্বামী শহিদুল ইসলাম ও সতিন চম্পা খাতুনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার ভোরে এ দুজনকে ঢাকার যাত্রবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত গণী বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, গত ২০১২ সালে ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে স্বামী শহিদুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা খাতুন দুজন মিলে যৌতুকের দাবিতে মাজেদা বানুকে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে সদর থানায় এ দুজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ হত্যা মামলায় স্বামী শহিদুল ইসলাম ও সতিন চম্পা খাতুনকে মৃত্যুদন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে এ দুজন পলাতক ছিলো। পুলিশ আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকার যাত্রবাড়ি এলাকা থেকে স্বামী ও সতিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে। পরে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ আরও জানায়। সট-১ শেখ সোহেল রানা, ওসি, ঝিনাইদহ সদর থানা।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ