ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
দিনাজপুর রুবেল ডাকাত গ্রুপের সর্দার রুবেলসহ ৫ ডাকাত গ্রেফতার
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৪-০৬ ১২:৪৩:৩০

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতির নেওয়ার সময় কুখ্যাত রুবেল ডাকাত  গ্রুপের দলনেতা  রুবেল হোসেন (৪০) সহ তার  পাঁচ সহচর  ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের নিকট থেকে ১টি দেশীয়  তৈরি চাইনিজ কুড়াল, ১টি লোহার হাতল বিশিষ্ট দেশীয় তৈরি ব্লেড সাদৃশ্য লম্বা ছুরি, ২টি দেশীয় তৈরি কাঠের হাতল বিশিষ্ট বাঁকা ধারালো ছুরি,  ১টি ধারালো  হাসুয়া, দুটি টর্চলাইট, দুটি  লাইলনের রশি ও ১টি পুরাতন লাল রঙের গামছা উদ্ধার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রুবেল ডাকাতসহ তার ৫ সহ কর্মীকে গ্রেফতারের সংবাদ  পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ডাকাত সর্দার রুবেল হোসেন দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গ্রামের আশরাফ আলীর ছেলে। বর্তমানে রুবেল ডাকাতের  বিরুদ্ধে হত্যা সহ পাঁচটি মামলা বিছারাদিন রয়েছে। রুবেল ডাকাত গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জাহিদুল ইসলাম (৩২) , সে দিনাজপুর সদরের চেহেরগাজী ইউনিয়নের উত্তর গোসাইপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।  তার বিরুদ্ধেও ডাকাতির একটি মামলা রয়েছে। রুবেল ডাকাত গ্রুপের সদস্য আনারুল ইসলাম (৪০) দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের উত্তর বংশীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে । সিয়াম হোসেন (২৪)  দিনাজপুর সদরের  ভবানীপুর ডাঙ্গাপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও সজল ইসলাম (২৫), সে দিনাজপুর সদরের মেদ্দাপাড়ার  গ্রামের  রবিউল ইসলামের ছেলে।  

দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন,  দিনাজপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুনের পরিকল্পনায় ডিবি পুলিশ অফিসার ইনচার্জ ফারুকুল ইসলামের  নেতৃত্বে গত বুধবার দিনগত রাতে কর্নাই কাটাপাড়া ব্র্যাক আটা পরিত্যক্ত পুলিশ বক্সের সামনে হতে মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতি সময় তাদেরকে গ্রেফতার করা হয় । 

তিনি আরো বলেন রুবেল ডাকাত নিজেদের আধিপত্য বিস্তারের জন্য দিনাজপুর সদরের গোপালগঞ্জ, চেহেলগাজী, রানীগঞ্জ, বাশেঁরহাট,  দশমাইল হাইওয়েসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি , ডাকাতি সহ বিভিন্ন অপরাধের জাল বিস্তার করে রেখেছে। এই ডাকাত দলের সদস্যরা মাঝেমধ্যেই নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে অপর গ্রুপের সাথে প্রায়ই সংঘর্ষের ঘটনার সৃষ্টি করে থাকে।  সম্প্রতি সময়ে  মুসা ইব্রাহিম ডাকাত গ্রুপের সরদার মুসা ইব্রাহিমকে কুপিয়ে  গুরুতর আহত করেছে । দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখন মুসা ইব্রাহিম ডাকাত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।  রুবেল ডাকাত এলাকার মাদকের পৃষ্ঠপোষকতা ছিনতাই চাঁদাবাজি ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের নেতৃত্ব প্রদান করে থাকেন।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ