ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালীগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লুবনা
  • লালমনিরহাট প্রতিনিধি :
  • ২০২৪-০৫-০৩ ০১:৫২:৩৭
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। মাধ‌্যমিক বিদ‌্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ওই উপজেলার দলগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশিদা আখতার লুবনা। জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উৎযাপন কমিটির বিচারকরা উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বির হোসেন। তিনি জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উৎযাপন কমিটির বিচারকরা শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদরাসা) উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল থেকে দলগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশিদা আখতার লুবনাকে শ্রেষ্ঠ শ্রেণী হিসেবে শিক্ষক নির্বাচিত করেছেন। আগামী ৬ মে লালমনিরহাটে জেলা পর্যায়ে ৫ উপজেলার ৫ জন শিক্ষকের বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে জেলা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকনির্বাচিত করা হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী