ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের সাথে থাকা সাংবাদিকদের ওপর দোকানদারের হামলা, গ্রেফতার-৫
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৪-০২ ০৫:২২:৩৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। শনিবার বিকেলের এ ঘটনায় থানায় মামলা দেয়ার পর ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলায় নেতৃত্বদানকারী স্থানীয় কাপড় দোকানী শাহআলম সোহাগসহ মামলার বাকী ৫ আসামী আটক হয়নি। হামলার শিকার সাংবাদিকরা জানান- ওইদিন সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বাজার মনিটরিংয়ে যান। এসময় তার সাথে ছিলেন সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন মামুন,অমিত হাসান ও হাসান মাহমুদ পারভেজ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্থানীয় সড়ক বাজার এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে মোটর সাইকেল পার্কিং করায় তিন মোটর সাইকেল মালিককে অর্থ জরিমানা করেন। এরমধ্যে বাজারের সাতরং ফ্যাশনের মালিক শাহআলম সোহাগকে তার মোটর সাইকেলের জন্যে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে সোহাগ ভ্রাম্যমান আদালতের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। পরে বেলা সাড়ে ৩ টার দিকে অভিয়ানের সময় ম্যাজিষ্ট্রেটের সাথে থাকা সাংবাদিকদের সড়ক বাজারে দেখতে পেয়ে হামলা চালায় সোহাগের নেতৃত্বে সন্ত্রাসীরা। মারধোর করা হয় নিউএজ'র জেলা প্রতিনিধি হান্নান খাদেম, বাংলাদেশ বুলেটিন'র আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ এবং দেশ রুপান্তর ও মাইটিভির আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুনকে। সাংবাদিক হান্নান খাদেম জানান,বিকেলে সড়ক বাজারে তারা ফল কেনার জন্য যান। তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে সোগাগ। 'তোদের কারনে আমার জরিমানা হয়েছে' বলে ৭/৮ জনকে নিয়ে মারধোর করতে শুরু করে আমাদের। এসময় তাদের কাছ থেকে একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে বাজারের লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের রক্ষা করে। গুরুতর আহত রুবেল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় রুবেল আহমেদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় মামলা দেয়। এরমধ্যে মেহেদী হাসান(১৯),আপন ঘোষ(১৯),সোহাগ প্রকাশ শাওন(১৯),আসাদ নূর(১৯) ও রুমান মিয়া(১৯)নামের ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক হয়নি মামলার প্রধান আসামী বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের শাহআলম সোহাগ(৪৫),আখাউড়ার নারায়নপুরের কাউছার আহমেদ(৪৫),রাধানগরের জয়(২২),ব্রাহ্মণবাড়িয়া সদরের শ্যামনগর গ্রামের আনন্দ মিয়া(২০) ও বিজয়নগরের নোয়াবাদী গ্রামের শরীফ (২২)।স্থানীয়রা জানান-শাহআলম সোহাগের কাপড় বিক্রির দোকানে অবৈধভাবে আনা ভারতীয় কাপড় বিক্রি হয়। আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম জানান-বাকী আসামিদেরকে আটকের চেষ্টা চলছে।আটক ৫ জনকে আদালতে পাঠানো হচ্ছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ