ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
"পার্বতীপুর গ্যালাক্সি টেলিকম থেকে ১৫ লাখ টাকার মোবাইল সেট চুরি"
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৩-৩০ ০৭:৫০:৩৪

দিনাজপুরের পার্বতীপুর শহীদ মিনার সড়কে গ্যালাক্সি টেলিকম নামে একটি দোকানে আজ বৃহস্পতিবার সকাল ৬ টা ৩৭ মিনিটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। 

দোকানের নিজস্ব সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও দোকান মালিকের ভাষ্যে জানা যায়, মাথায় কাপড় প্যাচানো অজ্ঞাত এক চোর দোকানের ভিতরে প্রবেশ করে দোকানের বিভিন্ন র‌্যাকে সজ্জিত প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।

দোকান মালিক ইফতেখার ফিরোজ জানায়, দোকান থেকে নিয়ে যাওয়া নোকিয়া, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, সিম্ফনি, আইটেল সহ ৬৫ পিচ মোবাইল সেট ছিলো। অজ্ঞাত চোর ১/২ মিনিটের মধ্যেই দ্রুত মোবাইল সেটগুলো বস্তায় ভরে সটকে পড়ে। 

ধারনা করা হচ্ছে, ওই চোরের সাথে অজ্ঞাতনামা আরও কেউ জড়িত ছিলো। তারা দোকানের সার্টারে লাগানো স্টিলের ৪ টি মজবুত তালা কোন ভারি ও অত্যাধুনিক ধারালো অস্ত্রের দ্বারা কেটে দোকানে প্রবেশ করে।

এ বিষয়ে রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম জানান, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোকান মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে।'

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ