ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
লালমনিরহাট ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক: মোটর সাইকলে ছেড়ে দিলো পুলিশ
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২৩-০২-১৫ ০৯:৪৮:২৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম মানিক ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ওই উপজেলার মিলনবাজার এলাকা থেকে তাকেসহ ৩ জনকে আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধারসহ একটি মোটর সাইকেল আটক করলেও পরে ছাত্রদল নেতার মোটর সাইকেলটি ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতীবান্ধা থানা পুলিশের একটি দল। এ সময় হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও পুর্ব সিন্দুর্না গ্রামের মজিবর রহমানের পুত্র মনিরুল ইসলাম মানিক, মধ্য গড্ডিমারী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রুবেল হাসান ও টংভাঙ্গা গ্রামের সুকলাল দাসের পুত্র স্বপন কুমারকে একটি মোটর সাইকেলসহ আটক করেন হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মইনুল ইসলামসহ পুলিশের ওই দলটি। এ সময় তার কাছ থেকে ৭ পিচ মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার করে পুলিশ। তবে ওই পুলিশ কর্মকর্তা মইনুল ইসলামের দাবী, মোটর সাইকেলটি বাহিরে ছিলো। মোটর সাইকেলটি উদ্ধার দেখানো হয়নি। তাদের লোককে দিয়ে দেয়া হচ্ছে। এ ঘটনায় হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মইনুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, ৭ পিচ ইয়াবাসহ মনিরুল ইসলাম মানিক, রুবেল হাসান ও স্বপন কুমার নামে ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা মাদক সেবন করতে গিয়ে ছিলো যে কারণে মোটর সাইকেলটিকে উদ্ধার দেখানো হয়নি।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ