নরসিংদীর মাধবদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২৩-০১-০৫ ১১:১৯:০১
- Print
নরসিংদীর মাধবদীতে এক ডোবা থেকে অজ্ঞাত (৫০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের দামের ভাওলা এলাকার নরসিংদী-মদনগঞ্জ আঞ্জলিক সড়কের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপরে দামের ভাওলা এলাকার সড়কের ৫নং ব্রীজ সংলগ ডোবায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে বিকাল ৩ টায় ডোবা থেকে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই, সিআইডি ও ডিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, মরদেহ পচে যাওয়ায় আমাদের ধারণা ৪ থেকে ৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে। আমরা মরদেহের পরিচয় ও রহস্য উদ্ধারে কাজ করছি। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।