ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ভারত থেকে আসা ইয়াবা সারা দেশে সরবরাহ করতেন শহিদুল
  • সানোয়ার আরিফ, রাজশাহী
  • ২০২২-১২-২৭ ০৮:৫৬:১৩

ভারত থেকে আসা ইয়াবা সারা দেশে সরবরাহ করতেন শহিদুল ভারত থেকে আসা ইয়াবা সংগ্রহ করে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪০)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ হাজার ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

সোমবার রাত ১টায় র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শহিদুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটককৃত শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধোবড়া বাজারস্থ ইমন আলীর বাড়ির পশ্চিম দিকে কানসাট-সোনামসজিদ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। অভিযানে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম নেতৃত্ব দেন।

র‌্যাব আরও জানায়, ৪ হাজার ১০ পিস ইয়াবা ছাড়াও শহিদুল ইসলামের কাছ থেকে নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম জানায়, তিনি আমদানি নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রিসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ