ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
পর্যটকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১২-১৭ ০৯:০২:৫৫

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অজান্তা বেগম (২৫) নামের এক নারী পর্যটকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামীর কোনো খোঁজ মেলেনি। শনিবার (১৭ ডিসেম্বর) শেষ বিকেলে হোটেল ঝিলিকের ২০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। হোটেলের রেজিষ্টারে লিপিবদ্ধ করা তথ্য অনুযায়ী মারা যাওয়া ওই পর্যটকের স্বামীর নাম সুজন।

থানা পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে অজান্তা ও সুজন কুয়াকাটায় আসেন। পরে তারা হোটেলে ঝিলিকের একটি কক্ষ ভাড়া নেন। শনিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাদের বাইরে থেকে ডাকাডাকি করার পর কোনো সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ওই কক্ষের তালা ভেঙে অজান্তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ