ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৫ জন আটক
  • মুসা মিয়া, হিলি
  • ২০২২-১২-১৭ ০৮:৫৪:২৫

দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫), নবাবগঞ্জ থানার পুলবান্দা গ্রামের বুলবুল হোসেন (৫৫) ও একই গ্রামের মমিন মিয়া (৪৮), ফুলবাড়ি উপজেলার হাজরাপুর গ্রামের  মোস্তাফিজুর রহমান (৬২) ও দক্ষিণ সুজাপুর গ্রামের মাসুদ আলী (৫২)।

জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার ও রিমাণ্ডের প্রতিবাদে বিরামপুর ইসলামী ব্যাংকের সামনে থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের  প্রধান সড়ক দিয়ে নতুন বাজারে যায়। এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ জেলা সেক্রেটারী সাইদুর রহমান সৈকত (৪২)। থানা পুলিশ দ্রুত সেখানে গেলে সমাবেশ ছত্রভংগ হয়ে যায়। এসময় থানা পুলিশ ধাওয়া করে সেখান থেকে ৫ নেতা-কর্মীকে আটক করেছে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান,সরকার বিরোধী কার্য্যকলাপ ও নাশকতার উদ্দেশ্যে একত্রিত হওয়ায় ৫ জনকে আটক করা হয়েছে। আটক ও পলাতকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ