ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের গাড়ি ভাঙ্গচুর, ফেন্সিডিলসহ আটক-৩
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১১-২৪ ০৮:১৯:২৭

ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। এরা হচ্ছে আল মাহি সরকার,আরিয়ান ও সাতিল।

আজ বৃহস্পতিবার দুপুরে আল মাহি সরকারের  শহরের মুন্সেফপাড়া এলাকার নিজ বাসা থেকে ৩ জনকে আটক করা হয় বলে  সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. এমরানুল ইসলাম। 

স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে মাদকাসক্ত মাহি শহরের মৌলভী পাড়াস্থ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এলাকায় গিয়ে তান্ডব চালায়। সেখানকার একটি কার্যালয় বাইরের দিক থেকে তালা মেরে দেয়। এরপর সে ওই এলাকা ত্যাগ করার সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের মেইন গেটে দাঁড়িয়ে থাকা সোনালী ব্যাংকের একটি গাড়িতে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। 

এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তাকে ধরতে তার মুন্সেফপাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ।

ওসি এমরানুল ইসলাম  জানান, মাদকাসক্ত ওই ছেলের বিরুদ্ধে 'পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধান এবং তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাতে সহযোগিতা' করার কথা উল্লেখ করে থানায় লিখিত আবেদন করেন তার পিতা। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সাত বোতল ফেন্সিডিল ও তার ২ জন সহযোগীসহ তাকে আটক করে। 

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ