দিনাজপুর পার্বতীপুরে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক সমস্যার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা জাকারিয়া হোসেন (৫) নামের শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু শিকার হয়েছে। ঘাতক বাবা দেলোয়ার হোসেন আটক।
নিহত শিশু জাকারিয়া হোসেন পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালন্দার স্কুল পাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৩২) ও জাকিয়া বেগমের (২৯) দম্পতির সন্তান।
আজ বুধবার সকাল ৮ টার দিকে তাদের বসবাড়ীতে এ দূর্ঘটনার ঘটে।
স্থানীয় সংবাদ কর্মী মামুনুর রশিদ বলেন, স্বামী-স্ত্রীর সংসারে অভাব লেগে থাকায় প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ছোট খাট বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে। স্বামী দেলোয়ার হোসেন পেশায় একজন ইটভাটা শ্রমিক। প্রতিদিন তাকে ভাটায় কাজে যেতে হয়। দেলোয়ার হোসেন ও তার স্ত্রী জাকিয়া বেগমের নাস্তা প্রস্তুত করতে দেরী হওয়ায় এই নিয়ে দুই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে পিটাতে শুরু করে। এ সময় স্ত্রী জাকিয়া বেগমের কোলে থাকা শিশু জাকারিয়া হোসেনের মাথায় অসাবধানতা বশত আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুর কালে ঢলে পড়ে যায়। স্ত্রী জাকিয়া বেগমও লাঠির আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। এ ঘটনায় পিতা দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে।