ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
কুকুর আতঙ্কে আমতলী পৌরবাসী, জখম প্রায় অর্ধশত
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১১-১৫ ০৬:০৩:৩১

বরগুনার আমতলী পৌর শহরে বেড়েছে কুকুরের উপদ্রব। কুকুরের কামড়ে গত এক সপ্তাহে মারাত্মক জখম হয়েছ প্রায় অর্ধশত বাসিন্দা। আহত অনেকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এ ঘটনায় পৌরবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ১৪ নভেম্বর দুপুর দুই'টা থেকে বিকেল ছয়'টা পর্যন্ত একদিনেই আমতলী পৌর শহরের ২,৬,৭,৮ নং ওয়ার্ডের শিশুসহ মোট ১৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন- টিকে নাথ, আহসান,  ইমরান, আলাউদ্দিন, তপন কুমার, ফেরদৌস, নেছার উদ্দিন, কবির, ওমি, তাসমিয়া সহ আরো অনেকে।

স্থানীয় একজন বলেন, বর্তমানে পৌর এলাকায় অনেক বেওয়ারিশ কুকুর দেখা যাচ্ছে, সকাল থেকে শুরু হয় কুকুরের উৎপাত। শিশু এবং নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত হয় এবং আক্রান্ত হয়। আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মেহেরিন জানান, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৪ ব্যক্তিকে জলাতঙ্কের ইনজেকশন ও ক্ষতস্থান ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ডাক্তার মেহেরিন আরও বলেন এ ধরনের কোন কুকুর কামড় দিলে প্রথমে কাপড় কাচার সাবান বা ডিটারজেন্ট দিয়ে ক্ষতস্থানটি কমপক্ষে ২০ মিনিট পরিষ্কার করতে  হবে। কামড় দেয়ার পর যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে হবে। জলাতঙ্ক আক্রান্ত কুকুরে কামড়ালে মৃত্যুর হার ১০০ শতাংশ তাই কোনো কুকুরে কামড়ালে যতদ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করতে হবে অন্যথায় রোগীর মৃত্যুর হার শতভাগ হতে পারে।

তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ