ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাঙ্গাবালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থ জরিমানা, ৩ জনের জেল
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১০-২০ ১৩:২৭:১৯

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজের মন্ডল বাজারের লঞ্চ ঘাটের কাছ থেকে (খাস জমির) অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চরমোন্তাজ ইউনিয়নের মোশারেফ দালাল, নান্না প্যাদা ও সেলিম প্যাদাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জেল দিয়েছে উপজেলা প্রশাসন। সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও মাটি জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে মোন্ডন চঞ্চ ঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সালেক মুহিত।  

তিনি বলেন, রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়ন গেদু দালালের ছেলে মোশারেফ দালাল, আঃ আলিম প্যাদার ছেলে নান্না প্যাদা ও মনু প্যাদার ছেলে সেলিম প্যাদা অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধানে নদী সংলগ্ন নাল জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করে জেল দেয়া হয়েছে।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ