ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রূপগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-১০-১৬ ১১:০০:০৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ কেজী গাঁজা উদ্ধার ও নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা। গত শনিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার কেন্দুয়া বাধ্যকর এলাকা থেকে তাদেরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কেন্দুয়া বাধ্যকর এলাকার সবর আলীর মেয়ে সানিয়া আক্তার ও আরমান মিয়ার ছেলে রিফাত হোসেন। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত/ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, কেন্দুয়া বাধ্যকর এলাকায় একটি মাদকের সিন্ডিকেট বেশ কয়েকদিন ধরেই গাঁজা বিক্রি করে আসছে বলে র‌্যাবের কাছে সংবাদ ছিলো। শনিবার রাতে কেন্দুয়া বাধ্যকর এলাকার মাদক ব্যবসায়ী রিফাত হোসেনের বাড়িতে গাঁজা বেচা-কেনা হচ্ছে বলে র‌্যাবের কাছে সংবাদ আসে। পরে র‌্যাব-১ এর সিপিসি-৩ পুর্বাচল ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৬ কেজী গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সানিয়া আক্তার ও রিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১ এর সিপিসি-৩ এর পুর্বাচল ক্যাম্পের নায়েক সুবেদার সৈয়দ শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ