ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
দিনাজপুর সদর ইউ এন ও হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল আনজুম
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৯-২২ ১৪:৩৬:০৫
দিনাজপুর পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের বৈশাখীর মোড়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে নবম শ্রেণীর ছাত্রী আনজুম বাল্যবিবাহ থেকে রক্ষা পেল। আজ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তুজা আল মুঈদ আনজুম এর গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় কনের গায়ে হলুদ অনুষ্ঠানের উপজেলা এই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের উপস্থিতি দেখে আনজুম বিয়ে অনুষ্ঠানের আসা আত্মীয়-স্বজন ছিটকে সরে যান। কনে আনজুম, কনের বাবা বাদশা মিয়া, ও তার মা তার মেয়েকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে নির্বাহী অফিসার এর সামনে মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, যে আমার মেয়ের বিবাহযোগ্য বয়স বা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না। এটাও প্রতিজ্ঞা করে যে এর মধ্যে যদি তার মেয়ে আনজুমকে বিয়ে দেয় তাহলে বাংলাদেশের ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তিযোগ্য প্রদান করা যাবে বলে অঙ্গীকার করেন। আনজুম বিয়ে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাঁচতেছে, বর আসবে গেট সুসজ্জিত করা হয়েছে। রান্নাবান্নার কাজও শেষ আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরাও বিয়ের অনুষ্ঠানে চলে এসেছে। চলছে গায়ে হলুদের অনুষ্ঠান এ যেন এক পূর্ণাঙ্গ বিয়ে বাড়ির আয়োজন। এমন সময় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কোতোয়ালি থানার পুলিশ সদস্য বেশ কিছু মিডিয়াকর্মী বিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হওয়ায় কনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে খুঁজে বের করে আনার পর কনের মা ও কনের বাবা সহ ইউএনওর সামনে উপস্থিত করা হয় পরে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমাপ্রার্থনা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানবিক দৃষ্টিকোণ থেকে। স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কনে আনজুম কনের বাবা ও মা এই অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না। পরে স্থানীয় কাউন্সিলর জুলফিকার আলী স্বপন কে জিম্মায় কনে আনজুমকে দেওয়া হয়। বর আহাত হাসান রুবেল দিনাজপুর সদরের চাউলিয়া পট্টির আব্দুস সালামের বিদেশ ফেরত ছেলে। স্থানীয় পৌর কাউন্সিলর অঙ্গীকার করেন বর, বরের বাবা এবং বরের মা শুক্রবার দিনাজপুর নির্বাহী অফিসার কার্যালয়ে বিয়ে আর করাবে না এই অঙ্গীকার লিখিত দিয়ে আসার জন্য অঙ্গীকার করেন।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ