ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর
  • ২০২২-০৯-১৭ ১০:৩১:১৯
চাঁদপুরের শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ ও লিটন নামে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরো ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অসতর্কতাজনিত কারনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন (৬০) বলেন, ১৪ জন শ্রমিক মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নেওয়ার সময় অসতর্কতাজনিত কারনে টিনের চালা বিদ্যুতের তাড়ে জড়িয়ে গেলে এ দূর্ঘটন ঘটে। টামটা উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের পুত্র সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের ওমর ফারুকের পুত্র লিটন হোসেন(১৯) মারা গেছে। এছাড়া আহতরা হলেন মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের পুত্র মোঃ দেলোয়ার হোসেন(৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত সিরাজুল হকের পুত্র মোঃ আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ আবুল কাশেম (৩৫) এবং বেপারি বাড়ির মৃত চান মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩০)। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন বলেন, ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন। আহত ৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত ২ জনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে আইন প্রক্রিয়া চলমান। কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ