ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দিনাজপুরে পাঁচ দিন পর বিএসএফের গুলিতে নিহত মিনারুল লাশ পর ফেরত দিল
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৯-১২ ১২:৫৪:২৯
দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত মিনারুল ইসলাম মিনার (১৫) লাশ ৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। আজ সোমবার বিকাল চারটার দিকে দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বানপুকুর পাড়ের ৩১৪/৭ এস পিলারের জিরো পয়েন্টে লাশ হস্তান্তর করা হয়। বিএসএফ বিকাল সাড়ে চারটার দিকে নিয়ে আসেন এ সময় ব ভারতীয় পুলিশ উপস্থিত ছিলেন। বিজিবি পক্ষে খানপুর ক্যম্প কমান্ডার সুবেদার আনিস সহ আরও বিজিবি কমকতা ও দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচাজ তানভীরুল ইসলাম, তদন্ত অফিসার গোলাম মওলা শাহ।আস্করপুর ইউপি চেযারম্যান আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে নিহতের বাবা জাহাঙ্গীর আলম গ্রহন করার পর পিকআফ ভ্যান যোগে নিজ বাড়ির নিযে আসেন। লাশের ছবি একনজর দেখার জন্য মিনারেল বাড়িতে ভিড় করে স্থানীয়রা। মিনারের পরিবার স্থানীয় বুড়া পীর কবরস্থানে মিনারেল লাশ রাত 9 টার দিকে দাফন করা হবে। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানবিরুল ইসলাম বলেন সোমবার সকাল ৯ টায় দুই দেশের বিজিবি ও বিএসএফের সহগ দুই দেশের পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আজ বিকাল সাড়ে চারটার দিকে লাশ হস্তান্তর করা হবে। প্লাস হস্তান্ত করার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সুরথাল রিপোর্ট পুলিশের নিকট হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। উল্লেখ্য যে গত বুধবার মিনারুলসহ আরো আট দশ জন ভারতীয় সীমান্তে ভুলবশত ঢুকে পড়লে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে এতে গুলিতে মিনারুল নিহত হয়।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ