ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ডিবি পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনি
  • জসিম উদ্দিন বিজয়, সাভার
  • ২০২২-০৯-১২ ১২:৪৪:০৮
ডিবি পুলিশ পরিচয়ে মুরগী ব্যবসায়ীর ৪ লাখ ৭০ হাজার টাকা লুট করার সময় হাতে নাতে ৫ ডাকাতকে আটক করেছে গ্রামবাসী। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ডিবি পুলিশের জ্যাকেটও উদ্ধার করা হয়। সোমবার বিকাল ৫ টা দিকে ধামরাইয়ের সোমবাগ থেকে গ্রামবাসী তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেন। আটককৃতরা হলো-পিরোজপুর জেলার নুরুজ্জমানের ছেলে মো. রুবেল হোসেন (২৯), পটুয়াখলিয়ার হানিফ মিয়ার ছেলে মো. সওকত হোসেন (৩০), একই জোলার শাহাজাহানের ছেলে নুল ইসলাম, সানু ময়িার ছেলে নরুল মিয়া ও ঝালকাটির আবুল কালাম আজাদের ছেলে রিয়াজুল ইসলঅম (২৭) ভুক্তভোগীরা হলেন-বরিশালের সেলিম মিয়ার ছেলে রমজান আলী, পটুয়াখালিয়ার ইউসুফ আলী ছেলে মো. সোহাগ, কুমিল্লার জলিল হোসেনের ছেলে ইয়াসিন, বড়গুনার খলিল হাওলাদারের ছেলে সাফায়েত হোসেনসহ ৫ জন। তারা মিরপুর মুরগীর ব্যবসা করেন। ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে আশুলিয়ার নবীনগরে তাদের পিকআপটি গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে তাদের হাইয়েচ মাইক্রোবাসে তুলে নেয়। তাদের সঙ্গে থাকা টাকা লুট করে আরো টাকা দাবী করে। পরে তাদের মারধর করে ধামরাইয়ে নামিয়ে দেয়া হয়। চিৎকার করলে আসে পাশের লোকজন এগিয়ে আসে তাদের আটক করে। পুলিশ জানায়, মুরগী ব্যবসায়ীদের সঙ্গে থাকা ৪ লাখ ৭০ হাজার টাকা লুটে নেয় ডিবি পরিচয় দেয়া ডাকাত দল। পরে ভুক্তভোগী ব্যবসায়ী ধামরাই জুয়পুরায় বাসস্ট্যান্ডে মারধর করে নামিয়ে দেয়। ব্যবসায়ী নেমে চিৎকার শুরু করলে স্থানীয়রা দাওয়া দিয়ে তাদের আটক করে। পুলিশ আরো এসময় তাদের ডাকাতি কাজে ব্যবহৃত হাইয়েচ মাইক্রোবাসটিসহ ওকিটকি ও ডিবি পুলিশের দুই জ্যাকেটও জব্দ করা হয়।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ