ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাবার বাগান কোম্পানির বিরুদ্ধে রাঙ্গামাটিতে মানববন্ধন
  • পলাশ চাকমা, রাঙামাটি
  • ২০২২-০৯-১০ ০৪:৫০:৩৬
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রাবার বাগান কোম্পানির কতৃক ম্রো ও ত্রিপুরা সম্প্রদায় এর ভোগ দখলীয় ৪০০শত একর জমি বেদখলের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রাঙ্গামাটি সরকারি কলেজ রাস্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেনন চাকমার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, শিক্ষার্থী মৈংসিং মারমা প্রমূখ। বক্তারা বলেন, রাবার বাগানের নামে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়কে ঐ স্থান থেকে উচ্ছেদ করার পায়তারা চলছে। নানান সময় মামলা-হামলা করে সেখানকার জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে। তারা বলেন, রাবার বাগানের লোকজন কীটনাশক ছিটিয়ে সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং যে জলজ উৎসগুলো রয়েছে সেগুলো বিপর্যয় ঘটিয়ে খুবই নেক্কারজনক কাজ করেছে। যে কারণে সেখানকার বসবাসকারীরা বিশুদ্ধ পানির সংকটে ভোগছে। তারা আশংকা করছে যে কোনো মুহুর্তে ভিটেমাটি ছাড়া হতে পারে। অতিদ্রুত এই সমস্যাগুলো সমাধান করে দোষীদের শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, সরই ইউনিয়নের রাবার বাগান কোম্পানী কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ভোগ দখলীয় ৪০০ একর জমি বেদখলের প্রতিবাদ এবং দখলকারী এসব ভূমিদস্যুদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ