নবীনগরে ইভটিজিং এ প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা
- মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
-
২০২২-০৮-২৭ ০৮:০৪:৪৪
- Print
ইভটিজিং এর প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নারায়নপুরে শুক্রবার রাত ৮টার দিকে নারায়নপুর ডি.এস. কামিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ শামীম রেজার উপর স্থানীয় ইভটিজাররা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন।
সূত্রে জানা যায়, শিক্ষক শামীম রেজা তার সহকর্মী শেখ শামসুল আলমকে সঙ্গে নিয়ে নারায়ণপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকান থেকে চা খেয়ে তার নিজ বাসায় যাওয়ার পথে নারায়ণপুর উত্তরপাড়ার আনিছ মিয়ার বাড়ির সামনের রাস্তায় ইভটিজার রাসেল মিয়া (২৮), পিতা মতি মিয়া, জুয়েল মিয়া (২২), পিতা ভুট্টু মিয়া, রিফাত মিয়া (১৯), পিতা মুসা মিয়া, জাকারিয়া (২২) সহ আরো অনেকে তাকে দেখা মাত্র অকথ্য ভাষায় গালমন্দ করে।
এ সময় তিনি প্রতিবাদ করলে তার উপর ইভটিজাররা লোহার রড ও লাঠিসুটা নিয়ে তাকে এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান শনিবার সকাল ১০ টায় গভর্নিং বডির সভাপতি ডাক্তার সাদেক মিয়ার সভাপতিত্বে সকল সদস্য ও মাদ্রাসার সকল শিক্ষকদেরকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে যতক্ষণ না ইভটিজারদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করবে।
উক্ত বিষয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ অভিযোগের সত্যতা নিশ্চিত করেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান।