নবীনগরে বৈঠার আঘাতে বৃদ্ধ নিহত ! আটক -৩
- মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)
-
২০২২-০৮-২৭ ০৮:০৩:১২
- Print
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেয়ারা পাড়া নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে বৈঠার আঘাতে আসাদ খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে। নিহত বৃদ্ধ আসাদ খান ওই এলাকার মৃত ইদন খানের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন। এসময় পুলিশ ৩ জনকে আটক করেছে।
সূত্রে জানা যায়, উপজেলার জালশুকা গ্রামে আসাদ খানের বাড়িতে পার্শ্ববর্তী বাড়ির নুর জামালের ছেলে শাহীন পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়েন। এই নিয়ে আসাদ খানের নাতি সাইফুলের সাথে বাকবিতন্ডায় উভয় পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে শাহীন তার ঘর থেকে নৌকার বৈঠা এনে আসাদ খানের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আসাদ খানকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মো. আমিনুর রশীদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে।