ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
হাতীবান্ধায় ১৯’শ পিচ ইয়াবা ও সাড়ে ৩ লক্ষ টাকাসহ ১ ভারতীয় নাগরিক আটক
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-০৮-২৭ ০৩:২০:১১
লালমনিরহাটের হাতীবান্ধায় ১ হাজার ৯ শত পিচ ইয়াবা ট‌্যাবলেট ও তিন লক্ষ উনত্রিশ হাজার একশত নব্ব‌ই টাকাসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, ওই এলাকায় হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯ শত পিচ ইয়াবা ট‌্যাবলেট ও তিন লক্ষ উনত্রিশ হাজার একশত নব্ব‌ই টাকাসহ আলতাব হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার পুত্র বলে জানা গেছে। হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ