ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ফ্রি-ফায়ার গেম খেলতে বাধা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় একজন খুন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৮-২৭ ০৩:১৬:০৬
ফ্রি ফায়ার গেম খেলতে বাধা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈঠা দিয়ে মাথায় আঘাত করে এক ব্যাক্তিকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আসাদ খা(৬০)। পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করেছে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহিন আসাদ খা'র ঘরের পাশে ফ্রি ফায়ার গেম খেলছিলো। এর শব্দে বিরক্ত হয়ে আসাদ খা তাকে খেলা বন্ধ করতে বললে শাহিন দলবল নিয়ে এসে আসাদ খা'র ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। নবীনগর থানার ওসি আমিনুর রশিদ এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ