সিরাজগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ ও আত্মহত্যা প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা
- সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
-
২০২২-০৭-২৭ ১০:৪১:২৮
- Print
সিরাজগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ,মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, গুজব ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকালে জেলা মডেল মজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ( সদর ও কামারখন্দ) আসেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক, ভিক্টোরিয়া স্কুল জামে মসজিদের খতিব মোঃ আল আমিন, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমূখ।
এমপি মুন্না বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু কিছু মানুষ আজ ধর্মকে ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ সৃষ্টি করছে। তাই ভালো মানুষ গড়ার কারিগর হচ্ছেন ইমাম ও শিক্ষকবৃন্দ। কিন্তু একটি দুষ্ট চক্র ইমামদের পোষাক এবং পবিত্র গ্রন্থের বিভ্রান্তমূলক ব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে জঙ্গি হিসেবে তৈরী করে। সমাজে অশান্তি সৃষ্টি করে। এদের থেকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ধর্ষণ, ইভটিজিং, দুর্নীতিসহ সকল অপরাধ ইসলামে নিষিদ্ধ। সমাজ থেকে এই সমস্ত অপরাধ নির্মূলে মসজিদে খতিব, ইমামরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। জুমার খুতবায় এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে ইমামরা এ সকল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে তাহলে সমাজ থেকে এ সকল অপরাধ অনেক কমে যাবে।সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত করতে হলে ইমামদের ভূমিকা রাখতে হবে। ইমামদের কথা সবাই শোনে এবং তাদের কথার গুরুত্ব দেয় সাধারণ মানুষ। তাই জুমার খুতবায় ইমামদেরকে এসব বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে হবে।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ।