ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
নরসিংদীতে হাজারো মানুষের টেঁটাযুদ্ধ বন্ধের শপথ
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৭-২৬ ০৯:২৯:৩৫
মারবো না মরবো না, থাকবো মোরা মিলেমিশে’ স্লোগান সামনে রেখে নরসিংদীতে টেঁটাযুদ্ধ বন্ধসহ চলমান বিরোধ নিরসনে শপথ নিয়েছেন কয়েক গ্রামের হাজারো বাসিন্দা। সব ধরনের বিভেদ ভুলে মিলেমিশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সোমবার (২৫ জুলাই) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ বাক্য পাঠ করানো হয়। সম্প্রতি নরসিংদীর রায়পুরার নিলক্ষা, বাশঁগাড়ী ও আলোকবালী ইউনিয়নে গ্রামবাসীদের মধ্যে একাধিক টেঁটাযুদ্ধে বেশ কয়েকজন নিহত হন। আহত হন প্রায় দুই শতাধিক। এরই পরিপ্রেক্ষিতে চরাঞ্চলে টেঁটাযুদ্ধ বন্ধে নরসিংদী জেলা পুলিশ এ উদ্যোগ নেয়। করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান আপেলের সভাপতিত্বে বিরোধ নিরসন সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। এতে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন শাহ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ