ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দিনাজপুর বিরামপুরর দিওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষাভ মিছিল
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৭-২০ ০৮:১৪:১৯
দিনাজপুর বিরামপুরর দিওড় ইউনিয়ন পরিষদ চয়ারম্যান আব্দুল মালক ঈদুল আযহা উপলক্ষ ভি,জি,এফ চাল চুরি ও বয়¯, বিধবা ও মাতকালীন ভাতা ও ভূমিহীনদর মাঝ ঘর বরাদ্দর অনিয়ম ও উৎকাচ স্বরপ টাকা গ্রহণ ও আত্মস্বাদর প্রতিবাদ মানববন্ধন, বিক্ষাভ মিছিল ও স্মারকলিপি প্রদান করছন ইউনিয়নবাসী। আজ বুধবার বলা বারাটার দিক বিরামপুর উপজলা পরিষদর সম্মুখ সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন ইউনিয়নবাসী। এর আগে গোবিন্দগঞ্জ টু দিনাজপুর মহাসড়কের বিরামপুর উপজেলা পরিষদের সম্মুখ সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন দিওড় ইউনিয়নের দুই শতাধিক গ্রামবাসী। এ সময়ে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক এর অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করেন এবং তার চেয়ারম্যান পর থেকে অপসারণ দাবি করেন। বিক্ষোভ মিছিল শেষে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের নিকট সুষ্ঠু তদন্ত পূর্বক স্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেককে বহিষ্কারের দাবি কর স্মারকলিপি প্রদান করন। এর আগ অত্র ্ইউনিয়ন পরিষদর ৯ জন ইউপি সদস্য এই চয়ারম্যানর বিরুদ্ধ অনাছা এন স্মারকলিপি প্রদান করছিলন । স্মারকলিপি গ্রহণ শষ বিরামপুর উপজলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলন ইউপি চয়ারম্যানর বিরুদ্ধ সুষ্ঠু তদÍর জন্য তদÍ কমিটি গঠন করা হয়ছ । অল্প দিনর মধ্যই তার বিরুদ্ধ পদক্ষপ গ্রহন করা হব । উল্লখ্য য, গত ৮ জুলাই বিরামপুর উপজলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এলাকাবাসীর অভিযাগর প্রক্ষিত ঈদুল আযহা উপলক্ষ ১০ কজি কর ভি, জি, এফ চাল বিতরণর কথা থাকলও ইউপি চয়ারম্যান আব্দুল মালেক তা জনগণের মাঝে বিতরণ না করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বস্তা বিজিএফ চাল উদ্ধার করে। এ ব্যাপারে একটি জব্দ তালিকা করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ