ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ভোলার তজুমদ্দিনে ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২২-০৬-০২ ০৮:৫৯:৪০
অবৈধভাবে মজুদ এবং লাইসেন্স না থাকার অভিযোগে ভোলার তজুমদ্দিনে একটি গোডাউন থেকে ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) দিনগত রাত ১২টার দিকে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম এ অভিযান পরিচালনা করেন। লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে মজুদের অভিযোগে ওই উপজেলা সদরের মেঘনা রোডের হাওলাদার ট্রেডার্স নামে গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। চাল ব্যবসায়ী নুরুন্নবী হালাদার এ গোডাউনের মালিক বলে জানা গেছে। জব্দ চালের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের লেভেল লাগানো ছিল। জব্দকৃত চাল তজুমদ্দিন থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইউএনও মরিয়ম বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে ওই গোডাউনে অবৈধ মজুদ ৭৬০ বস্তা চাল সরকারি চাল জব্দ করা হয়। গোডাউন মালিকের লাইসেন্স নবায়ন ছিল না এবং তিনি অবৈবধভাবে এসব চাল মজুদ করেছিলেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ