ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
লালমনিরহাটে প্রকৌশলীকে পেটালেন আ’লীগ নেতা, নেপথ্যে ঘুষ
  • লালমনিরহাট প্রতিনিধি:
  • ২০২২-০৩-২২ ০৫:০০:৩৪

লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)’র এ.এম হাদিউজ্জামান আশিক নামে সহকারী মাঠ প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে ওই উপজেলার সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুল ইসলাম সেলিমের বিরুদ্ধে। শহিদুল ইসলাম সেলিম এলজিইডি’র একজন ঠিকাদার। 

সোমবার (২১ মার্চ) মধ্যরাতে এ.এম হাদিউজ্জামান আশিক নামে ওই প্রকৌশলী বাদী হয়ে স্থানীয় থানায় ওই ঘটনায় একটি সাধারণ ডায়েরী করেন। এর আগে রোববার উপজেলা পরিষদ গেটের সামনে তাকে মারধর করেন শহিদুল ইসলাম সেলিম এমন অভিযোগ এ.এম হাদিউজ্জামান আশিকের। তবে শহিদুল ইসলাম সেলিমের অভিযোগ উপজেলা প্রকৌশলীর সাথে ঘুষ নিয়ে চিল্লাচিল্লি করায় ওই সহকারী প্রকৌশলী তার সাথে মারমুখি আচারণ করেন।

হাতীবান্ধা থানা পুলিশ ও এলজিইডি সূত্রে জানা যায়, ওই উপজেলার সিন্দুর্না ইউনিয়নের দঃ সিন্দুর্না এলাকার রহিজ উদ্দিনের পূত্র ও সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুল ইসলাম সেলিম গত ২০ মার্চ হাতীবান্ধা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)’ প্রভাতী প্রকল্পের সহকারী মাঠ প্রকৌশলী এ.এম হাদিউজ্জামান আশিককে মারধর করেন। এ ঘটনায় সোমবার মধ্য রাতে এ.এম হাদিউজ্জামান আশিক বাদী হয়ে শহিদুল ইসলাম সেলিমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেন।

সহকারী মাঠ প্রকৌশলী এ.এম হাদিউজ্জামান আশিক বলেন, ঠিকাদার সেলিম উপজেলা প্রকৌশলীর অফিসে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। আমি ওই ঘটনার প্রতিবাদ করি মাত্র। পরে উপজেলা পরিষদ গেটের সামনে আসলে ঠিকাদার সেলিম আমাকে মারধর করেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম সেলিম বলেন, উপজেলা প্রকৌশলী ও একজন সহকারী প্রকৌশলীর সাথে ঘুষ নিয়ে চিল্লাচিল্লি হচ্ছিলো। এ সময় ওই সহকারী প্রকৌশলী আমার সাথে মারমুখি আচারণ করেন। বিষয়টি তাৎক্ষনিক দেখে উপজেলা চেয়ারম্যান মিমাংশাও করে দেন। কিন্তু ওই ঘটনার পরেও উপজেলা গেটের সামনে সহকারী মাঠ প্রকৌশলী আশিক আমার সাথে আবারও খারাপ আচারণ করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নজীর হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, তার সাথে সেদিন ঠিকাদার সেলিমের দেখাই হয়নি এবং ঘুষ নিয়ে কোন চিল্লাচিল্লির প্রশ্নেই আসেনা। ঘটনাটি ঘটেছে আমার পাশের রুমে এবং ঘটনাটি আমি জানার আগেই উপজেলা চেয়ারম্যান অবগত হয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, শহিদুল ইসলাম সেলিম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে হাতীবান্ধা এলজিইডি অফিসের সহকারী মাঠ প্রকৌশলী এ.এম হাদিউজ্জামান আশিক বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ