ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
নবীনগরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগ
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২২-০৩-২০ ০৬:১০:০০

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে প্রতিবন্ধী এক মেয়ে (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে নবীনগর  থানায় লিখিত অভিযোগ করেন।

মামলার বাদী বলেন, জন্মগতভাবেই তাঁর মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ওর পা দুর্বল হওয়ায় হাঁটতে কষ্ট হয়, আর কথাও স্পষ্ট নয়। মেয়েটির বাবা মারা গেছেন দীর্ঘদিন হয়েছে। শনিবার (১৯ মার্চ) মেয়েটির মা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে অন্যত্র চলে যাওয়ার সুযোগে নিয়ে প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল (লাল শাহ) (৪৮) বিকেলে তাঁর বাড়িতে এসে নিজ ঘরে  তাঁর মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুই ব্যক্তি বলেন, প্রতিবন্ধী ওই মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে তাঁরা শুনেছেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে নবীনগর থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, মেয়ের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

আজ রবিবার সকালে আসামীকে আদালতে এবং ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ