ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দিনাজপুরে জেলা প্রশাসক ৪টি উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করালেন
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২২-০৩-০৭ ০৭:২২:৫৫

দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ  সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে ৪টি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মোহাম্মদ জাকী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত দায়িত্ব (স্থানীয় সরকার-দিনাজপুর) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক। 

শপথ গ্রহনকারী চেয়ারম্যানবৃন্দরা হলেন দিনাজপুর সদর ২নং সুন্দরবন ইউপির মোঃ আব্দুল লতিফ, ৩নং ফাজিলপুর ইউপির অভিজিত বসাক, ৪নং শেখপুরা ইউপির মোঃ মমিনুল ইসলাম, ৫নং শশরা ইউপির মোঃ মোকছেদ আলী, ৬নং আউলিয়াপুর ইউপির মোঃ মোস্তফা কামাল, ৭নং উথরাইল ইউপির মোঃ রুহুল আমিন, ৮নং শংকরপুর ইউপির মোঃ আতাউর রহমান, ৯নং আস্করপুর ইউপির মোঃ আবু বক্কর ছিদ্দিক, ১০নং কমলপুর ইউপির মোঃ আহাচান হাবিব। 

বিরল উপজেলার ৩নং ধামইর ইউপির মোঃ মসলেম উদ্দীন, ৪নং শহরগ্রাম ইউপির মোঃ ওয়াহেদ আলী, ৬নং ভান্ডরা ইউপির মোঃ মামুনুর রশিদ মামুন, ৮নং ধর্মপুর ইউপির মোঃ নুর ইসলাম, ৯নং মঙ্গলপুর ইউপির মোঃ আবুল কাসেম, ১০নং রানীপুকুর ইউপির মোঃ আল্লামা আজাদ ইকবাল। 

বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউপির মোঃ আনিসুর রহমান, ৮নং ভোগনগর ইউপির মোঃ রাজিউর রহমান রাজু। 

ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকি ইউপির মোঃ সদের আলী, ২নং পালশা ইউপির মোঃ কবিরুল ইসলাম প্রধান, ৩নং সিংড়া ইউপির মোঃ সাজ্জাত হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপির মোঃ আসাদুজ্জামান ভুট্টু। 

শপথ গ্রহনের আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী শপথ গ্রহনকারী নব-নির্বাচিত সকল চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, সরকারের সকল নিয়ম অনুযায়ী আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আপনারা আপনাদের নিজ এলাকা ও ইউনিয়নের সকল জনগনের ভোটে নির্বাচিত হয়ে আজ চেয়ারম্যান হয়েছেন। তাই আপনাদেরকে সকল দায়িত্ব মেনে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ