ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বান্দরবানে জাতীয় ভোটার দিবস উদযাপন
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৩-০২ ০৬:১৭:৫৯

বান্দরবানে "মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার" প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছিমন পারভীন তিবরীজি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো.রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার,সদর উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমাসহ বান্দরবান জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।ভোটার দিবস উপলক্ষে বান্দরবানের বিভিন্ন সময়ের ভোটার হওয়া মানুষের মাঝে স্মার্ট কার্ড বিতরন করেন জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার। এদিকে ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন অফিস এবং সদর উপজেলা নির্বাচন অফিসে বান্দরবানে বিশেষ কমিটির অনুমোদিত বিভিন্ন সময়ের ভোটারের জন্য আবেদনকারীদের নতুন ভোটারের জন্য ছবি তোলা এবং স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ