দিনাজপুর চিরিরবন্দরের চম্পাতলীর বাজার থেকে মোঃ রবিউল ইসলাম(২৫) নামে এক ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ভুয়া ডিবি পুলিশকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
আটক রবিউল ইসলাম নিলফামারী সদর উপজেলার বড়ুয়া বাজার এলাকায় মৃত কলিম উদ্দিন ছেলে।
চিরিরবন্দর থানা সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধা ৭টার দিকে উপজেলার চাম্পাতলী বাজারের পাশে স্থানীয় দু’জন যুবক নেশাদ্রব্য গ্রহণ করার পর রবিউল ইসলাম নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়।
পরে স্থানীয় এক সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ ধাওয়া দিয়ে আটক করে।পরে বিষয়টি স্থানীয় জনতা চিরিরবন্দর থানায় অবগত করলে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) বজলুর রশিদ ভুয়া ডিবি সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় জনগণ ভুয়া ডিবি পরিচয় দিয়ে সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করে ।তার বিরুদ্ধে চম্পাতলী বাজার এলাকার জনৈক মোস্তাকিম বাদী হয়ে ভূয়া ডিবি সদস্য পরিচয় দেয়া ও এই পরিচয়ে টাকা দাবী উল্লেখ করে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।