ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নরসিংদীতে দুই ইউপি চেয়ারম্যানসহ ১৮ জন গ্রেপ্তার
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০২-০১ ০৯:৪০:২৭
তিন দিনে দুই ইউপি চেয়ারম্যানসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। নরসিংদীতে ৪টি পৃথক ঘটনায় বিভিন্ন অভিযোগে করা মামলায় ২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দোনলা বন্দুক, একটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় মাধবদী থানার আমদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে শাহ আলম ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার রাত দেড়টার দিকে পলাশের ঘোড়াশাল মিয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, একটি কাভার্ড ভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার এবং তাঁর প্রতিপক্ষ আসাদুল্লা মিয়া ও তাঁর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত আটটার দিকে একটি দোনলা বন্ধুক, চারটি কার্তুজসহ রায়পুরার মির্জারচরের ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২৯ জানুয়ারি দিবাগত রাত থেকে গতকাল রাত ৮টা পর্যন্ত দুই ইউপি চেয়ারম্যানসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৭ জনকে ডাকাতির অভিযোগে, ১১ জনকে এলাকায় সহিংসতার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ