ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দিনাজপুর পার্বতীপুরে ছয় টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লক্ষ টাকা অর্থদণ্ড
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২২-০১-২৬ ২৩:৪৭:৩৫

দিনাজপুরের পার্বতীপুরে ছয়টি অবৈধ ভাটায় অভিযান চালিয়ে ২৮ লক্ষ টাকা অর্থদণ্ডসহ পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পার্বতীপুর উপজেলার খলিলুল্লাহপুর সর্দারপাড়ায় পাশাপাশি অবৈধ ৬টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নুর আলম সিদ্দিকী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন উপজেলার দুই ভাই ব্রিকস ইটভাটায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩ লক্ষ টাকা জরিমানা ও পার্শ্ববর্তী আরো পাঁচটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় বসুন্ধরা ব্রিকস, সমতা ব্রিকস, আদর্শ ব্রিকস, ভাই ভাই ব্রিকস ও সততা ব্রিকস প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে অর্থদণ্ড ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

 দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম সামিউল খুজবি বলেন হাইকোর্টের নির্দেশনা অমান্য করে এই অবৈধ  ইটভাটা অভিযান পরিচালনা করায় জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটার অভিযান পরিচালনা করা হয়েছে। জেলায় আরো বেশকছু অবৈধ ইটভাটা রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ