কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- জুড়ী উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আছাদ উদ্দিন ও আতাউর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন। তারা আহমদাবাদ এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতো বলে পুলিশ জানায়।
থানা সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক অভিযান চালায় পুলিশ। অভিযানকালে থানার এসআই নাঈমুল হাসান ও এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভাধীন আহমদাবাদ (নতুনপাড়া) গ্রামের জনৈক সুলতান খানের বাসার ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী আছাদ উদ্দিনের বসত ঘর থেকে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আছাদ ও রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
আসামিদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে সোমবার (১৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন ওসি বিনয় ভূষণ রায়।