ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
দিনাজপুরে ক্যানেলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০১-১৫ ০৭:১১:০৬

দিনাজপুর চিরিরবন্দরের  ডালিয়া ক্যানেলের কচুরিপানার ভিতর থেকে অজ্ঞাত (৪০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুর আড়াইটায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের জোতরঘু গ্রামে ডালিয়া ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের পড়নে ছিল প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। 

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল জানান, দুপুরে স্থানীয়রা ডালিয়া ক্যানেলে কচুরিপানার ভিতরে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার অজ্ঞত ব্যাক্তির লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন এব্যাপারে চিরিরবন্দর থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ