ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পলাশে লাইসেন্স ছাড়া হাসপাতাল, অর্ধ লক্ষ টাকা জরিমানা
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০১-১৩ ০৮:২৯:১৭
নরসিংদীর পলাশে লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ঘোড়াশাল ছলিম উল্লাহ্ জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, আজ ঘোড়াশাল পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ঘোড়াশাল ছলিম উল্লাহ্ জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এই হাসপাতাল আগামী ৩ ফেব্রুয়ারীর মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা নতুন করে কোন রোগী ভর্তি করতে পারবেনা। আগের রোগী ভর্তি থাকায় হাসপাতালটিকে এখনই বন্ধ করা হয়নি। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ। এ মোবাইল কোর্ট অভিযানে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ