ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২২-০১-০৪ ০৯:৪৭:০৭
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে ঘটনায়। হাসপাতালে সিসি টিভি ফুটেজ দেখে তদন্ত নেমেছে পুলিশ। সোমবার বিকাল ৩ টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের শিশু ওয়ার্ড থেকে নবজাতক শিশু। নবজাতক শিশুর মায়ের নাম জাহেদা বেগম। নবজাতক শিশুটির মা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট এলাকার আব্দুল লতিফের স্ত্রী। জানা গেছে গত রবিবার সন্ধ্যার দিকে প্রসব বেদনা নিয়ে প্রসূতি মা জাহেদা বেগম তার একমাত্র বড় বোন হাজেরা বেগম কে সাথে নিয়ে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়। আজ সোমবার সকাল ৮ টা ৪৫ মিনিটে নরমালে ডেলিভারি তে একটি কন্যা সন্তানের জন্ম দেয় প্রসূতি মা জাহেদা বেগম। সন্তান জন্ম দেওয়ার পরেই মা অচেতন অবস্থায় হয়ে পড়লে নবজাতকের খালা হাজেরা বেগম শিশুটিকে কোলে তুলে নেয়। খালা হাজরা বেগম বিকাল তিনটার দিকে এক অচেনা মহিলার কোলে দিয়ে টয়লেট করার জন্য বাহিরে যায়। টয়লেট থেকে ফিরে এসে ওই মহিলা সহ নবজাতককে দেখতে না পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে হাসপাতালে অন্যান্য রোগীর লোকজন ও নার্স এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। এরই এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ঘটনার বিষয়টি অবগত হওয়ার পর হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেন। 250 শয্যা জেনারেল হাসপাতাল আবাসিক ডাক্তার সোহেল রানা হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেন পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নবজাতক শিশুর উদ্ধার কাজ চলছে।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ