ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দিনাজপুর খানিসামায় অতিরিক্ত মদ্যপানে কিশোরের মৃত্যু
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১২-১১ ০৬:৪৮:৫৩

দিনাজপুর খানসামায় অতিরিক্ত মদপানে একদিনের ব্যবধানে জহুরুল ইসলাম (১৭) আরও এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।  এ নিয়ে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু হল। 

আজ শনিবার দুপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থনে দাপন করা হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় ঐ এলাকার রহিদুল ইসলামের ছেলে জহুরুল (১৭) অসুস্থ অবস্থায় বাড়ি আসলে তার পরিবার সদস্যরা নেশা জাতীয় দ্রব্য সেবনের বিষয়টি টের পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করায়। এখানে তার স্বাস্থ্যের অবনতি হলে দিনাজপুর মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানেই গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাশেদুল ইসলামের ছেলে রাব্বী (১৬) নেশা জাতীয় দ্রব্য পানের কারনে ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ।

ঘটনাটি নিশ্চিত করে ওসি কামাল হোসেন বলেন, দুই কিশোরের মৃত্যুর বিষয়টি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে হয়েছে। দুইজনেই ময়ঢনা তদন্ত করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই চুড়ান্ত ভাবে মদ্যপানের বিষয়টি জানা যাবে।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ