ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার ৩২ ইউনিয়নে ভোটের প্রস্তুতি সম্পন্ন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-১১-২৭ ১১:১৬:৪৪
আগামীকাল রবিবার তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার ৩২ ইউনিয়নে ভোট হচ্ছে। এসব ইউনিয়নে ভোটের প্রস্তুতি সম্পন্ন। সকল কেন্দ্রে পৌছেছে নির্বাচনের সরঞ্জাম। এদিকে নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ন করতে আজ শনিবার সকালে সরাইল, নবীনগর ও বাঞ্ছারামপুর থানা কম্পাউন্ডে পুলিশের নিবার্চনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে নবীনগর থানায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,সরাইল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এবং বাঞ্ছারামপুর থানায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রধান অতিথি ছিলেন। তারা নির্বাচন চলাকালে আইনশৃক্সখলা রক্ষায় বিশৃক্সখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগের আহবান জানান। জেলা পুলিশ জানায়,নির্বাচনে আইনশৃক্সখলা রক্ষায় ৩ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্র্বাচন সুষ্টু ও শান্তিপূর্ন করার সকল পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: জিল্লুর রহমান। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪১ জন,সাধারন সদস্য পদে ১০১৯ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৯৩ জন প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান প্রতিদ্বন্ধিদের মধ্যে সরাইলে ৬৮,নবীনগর উপজেলায় ৬৭ এবং বাঞ্ছারামপুর উপজেলায় ৬ জন প্রার্থী রয়েছেন। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ৯ জন চেয়ারম্যান প্রার্থী। তাদের মধ্যে ৮ জন বাঞ্ছারামপুরে এবং ১ জন নবীনগরে। বাঞ্ছারামপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নে চেয়ারম্যান এবং সাধারন ও সংরক্ষিত সদস্য পদে সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ১০ ইউনিয়নের ৭টিতে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় ৩টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন হচ্ছে। বাকীগুলোতে সদস্য পদে নির্বাচন হচ্ছে।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ