ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
অস্ত্র মামলায় রিমান্ডে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২১-১১-২৩ ০৭:৩০:২৯
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান (৩২) ও তাঁর সহযোগী ফয়সাল আহমেদকে (৩৫) এক দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অস্ত্র আইনের মামলায় আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর আদালতে দুজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে দুজনকে গ্রেপ্তার ও তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়। গ্রেপ্তার রাতুল হাসান বাঁশগাড়ী ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের বাসিন্দা। তাঁর সহযোগী ফয়সাল আহমেদের বাড়ি বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দী গ্রামে। ১১ নভেম্বর বাঁশগাড়ী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন রাতুল হাসান। জেলা গোয়েন্দা শাখা জানায়, বাঁশগাড়ী ইউপি নির্বাচনের দিন সহিংসতায় তিনজন নিহতের ঘটনায় করা মামলার আসামি রাতুল হাসান ও তাঁর সহযোগী ফয়সাল আহমেদ। রোববার বিকেলে ঢাকার আগারগাঁও এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়। এসব অস্ত্র নির্বাচনের দিন তিনজন হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় গতকাল রাতে রায়পুরা থানায় একটি অস্ত্র আইনে মামলা করেন ডিবির উপপরিদর্শক মো. আশরাফুল। ওই মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, দুজনের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা, অস্ত্র ও দাঙ্গাসহ মোট ৩১টি মামলা আছে। এর মধ্যে রাতুল হাসানের বিরুদ্ধে ২২টি ও ফয়সাল আহমেদের বিরুদ্ধে ৯টি মামলা আছে।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ