কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাস্থ লেদা রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অবৈধ অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে ১৬ এপিবিএন সদস্যরা। ২২ অক্টোবর রবিবার ভোর সোয়া চারটার দিকে ১৪ রোহিঙ্গা ক্যাম্প (লেদা) এর এ/১৪ ব্লকের খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো স্থানীয় জামাল গ্রুপের প্রধান জামাল হোসেন, মো হামিদ এবং ইলিয়াছ। উল্লিখিতরা সবাই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের বাসিন্দা। আটককালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১টি স্টিলের চাকু এবং ৩টি রামদা উদ্ধার করা হয়।
আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প এবং তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতিসহ আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত বলে ১৬ এপিবিএন সূত্রে জানা গেছে।