ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রূপগঞ্জে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণ
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • ২০২১-১০-২৭ ১৩:৫১:০৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনে হুমকিস্বরুপ স্লোগান দেয়াকে কেন্দ্র করে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের উপর আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আওয়ামীলীগ প্রার্থীর অন্তত ১০ সমর্থক আহত হয়েছে বলে তারা দাবি করেছেন। ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় ঘটে এসব ঘটনা। নৌকা প্রতিকের প্রার্থী জাহেদ আলীর সমর্থক জোৎস্নাআরা বেগম অভিযোগ করে জানান, তিনি কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনিসহ বর্তমান মেম্বার মোশারফ হোসেনও মেম্বার প্রার্থী হিসেবে দাড়িয়েছেন। বুধবার ছিলো প্রতিক বরাদ্দ। সন্ধ্যায় নৌকা প্রতিকের পক্ষে জোৎস্নাআরা বেগম ও মোশারফ হোসেনসহ দলীয় সমর্থকরা নাওড়া এলাকায় আনন্দ মিছিল বের করেন। এসময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিক মিজানুর রহমান মিজানের উপস্থিতিতে জসিম উদ্দিন জসুর নেতৃত্বে তাদের লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ”অ্যাকশন অ্যাকশন ডাইরেক অ্যাকশন, হাত-পা কাটাইলা, চোখ খোলাইলা” এধরনের হুমকিস্বরূপ স্লোগান দিয়ে পাল্টা মিছিল বের করেন। এক পর্যায়ে নৌকা প্রতিকের সমর্থকদের উপর অতর্কিত হামলা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। হামলায় ওয়াসিম, আমির হামজা, ফজলুল হক, দুলাল, ডাগুসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ একটি ককটেল উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আনারস প্রতিকের প্রার্থী মিজানুর রহমান মিজানের সঙ্গে তার সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্যে করতে রাজি হননি। এ বিষয়ে জানতে রাত সোয়া ৮টায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, এ ধরনের ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে এ বিষয় দেখতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তারা ব্যবস্থা নিবে। তারপরও আমরা খবর নিচ্ছি। উল্লেখ্য, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৭জন প্রতিদ্বন্ধিতা করছেন।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ