ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মাধবদীতে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন
  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
  • ২০২১-১০-২৩ ০৬:২৮:৪৩

নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে পৌরসভার সকল কাউন্সিলরগণ সংবাদ সম্মেলন করেছেন। 

২৩ অক্টোবর বেলা ১২টায় মাধবদী পৌরসভা হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  কাউন্সিলরদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির শাহ।  তিনি বলেন- মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক মহোদয়ের সম্মানহানি ও তাঁকে বিতর্কিত করার জন্য মোঃ আনোয়ার হোসেন বাদি হয়ে  সর্বোতভাবে মিথ্যা, বানোয়াট,  ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা করেছেন।  ঘটনার সাথে মেয়র মহোদয়ের কোন প্রকার সম্পৃক্ততা ছিল না। ঘটনাটি বাদি পক্ষ ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলকভাবে মেয়র মহোদয়ের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।  

এসময় উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিল পরিমল চন্দ্র  ঘোষ,  রাজিব হোসেন,  মোঃ শেখ ফরিদ,  মোঃ হেলাল উদ্দিন,  দেলোয়ার হোসেন,  হায়দার আলী, গৌতম ঘোষ,  মোঃ নওশের হোসেন,  মোঃ বাবুল ভূইয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, ফরিদা বেগম, মোসাঃ ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথপ্রমূখ।

প্রসঙ্গত গত ১৬ জুন মাধবদীতে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  যেখানে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়।  পরে দুই পক্ষের পাল্টা পাল্টি মামলা হয়।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ