ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বাংলাদেশে অবৈধ অনু প্রবেশের দায়ে দুই জন আটক
  • লালমনিরহাট প্রতিনিধি:
  • ২০২১-১০-০২ ০৮:১৫:০২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনু প্রবেশের সময় দুই জনকে আটক করেছে বিজিবি। 

শনিবার সকালে ওই সীমান্তের ১ মেইন পিলার এর ৩ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। বিজিবি তাদের আটক করে বিকালে পুলিশে সোর্পদ করেন।

আটক দুই জন হলেন, ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩২)।

স্থানীয়রা জানান, গত দুই মাস আগে কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেন মমিন উদ্দিন ও সুজন মিয়া। ফেরার পথে তাদের আটক করেন বিজিবি।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। বিকালে তাদের পুলিশে সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ