লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনু প্রবেশের সময় দুই জনকে আটক করেছে বিজিবি।
শনিবার সকালে ওই সীমান্তের ১ মেইন পিলার এর ৩ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। বিজিবি তাদের আটক করে বিকালে পুলিশে সোর্পদ করেন।
আটক দুই জন হলেন, ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩২)।
স্থানীয়রা জানান, গত দুই মাস আগে কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেন মমিন উদ্দিন ও সুজন মিয়া। ফেরার পথে তাদের আটক করেন বিজিবি।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। বিকালে তাদের পুলিশে সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।