ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নরসিংদী পৌরসভার কাউন্সিলার এর বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২১-০৯-২০ ০৯:১৭:০০
নরসিংদী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নূরমোহাম্মদ খন্দকার পারভেজ এর বিরুদ্ধে মোটা অংকের চাঁদা দাবি করার এবং মেরে ফেলার হুমকি অভিযোগ করেন মোঃ রফিকুল ইসলাম (৫৩) । তিনি পিতা মৃত আব্দুর রহিম সাং ১৩৭ থানা নরসিংদী সদর জেলা নরসিংদী ঠিকানা দিয়ে নরসিংদী মডেল থানায় একটি জিডি করেন গত ১২/০৯/২০২১ ইং তারিখে জিডি নং ১১১৯। ভুক্তভোগী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর মোঃ হাফিজের ম্যানাজার হিসেবে কর্মরত রয়েছেন মেজরের বাড়ির ২য় তলা বাড়ি নির্মানের জন্য ফাউন্ডেশন প্ল্যান পাস করার জন্য প্ল্যান ভিউ কনস্ট্রাকশন ইন্জিনিয়ার এর নিকট দায়িত্ব দেন, প্ল্যান ভিউ কনস্ট্রাকশন এর ইঞ্জিয়ার নরসিংদী পৌরসভার ১ ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ খন্দকার পারভেজ এর নিকট গিয়ে প্ল্যান পান পাশের জন্য স্বাক্ষর চাইলে কাউন্সিলর পারভেজ মোটা অংকের টাকা দাবি করেন শুনে স্থানীয় মহিলা কাউন্সিলর এর নিকট হইতে স্বাক্ষর নিতে বলেন এবং মহিলা কাউন্সিলর হইতে স্বাক্ষর নিয়ে পৌরসভায় প্ল্যান জমা দেয়। রফিকুল ইসলাম পারভেজ কাউন্সিলর হইতে স্বাক্ষর না নেয়ার কারনে গত ০৯/০৯/২০২১ ইং তারিখে বিকাল ৩ টায় পৌরসভা হইতে অনুমোদন হওয়া প্ল্যান নিয়ে দোতলা হইতে নিচ তলায় আসা মাত্র ডেকে আবার দোতলায় ইঞ্জিনিয়ারে রোমের ভিতরে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন ধরনের ভয় ভিতি দেখিয়ে মেরে ফেলার হুমকি ধমকি দেয়। বর্তমানে রফিকুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নরসিংদির পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ র্যাব, পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন লিখত অভিযোগ করেন। এ ব্যপারে কাউন্সিলার পারভেজ এর সাথে কথা বললে তিনি এসমস্ত অভিযোগ অস্বীকার করেন।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ