ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-০৯-১৯ ১১:৫৫:৪৩
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ছড়াছড়ির মুখে মাদক বিরোধী সমাবেশ হয়েছে রবিবার। শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং পৌর কাউন্সিরদের নিয়ে এই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এতে প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মাদক ব্যবসায়ীদের মোকাবেলায় জনপ্রতিনিধিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বলেছেন, আপনার যদি সত্যি সত্যি জানেন কোথাও মাদক ব্যবসা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের কোন কারনে মোকাবেলা করতে সাহস না পান তাহলে আমাকে পাশে পাবেন। পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোক যদি সেখানে না যায় আমি যাব। আমি নিজে গিয়ে তাদের ধরে এনে পুলিশে সোপর্দ করবো। তিনি আরো বলেন, এককভাবে কোন সংস্থাকে মাদকের ছড়াছড়ির জন্যে দায়ী করে লাভ নেই। পুলিশ, জনপ্রতিনিধি এবং অভিভাবক সবাইকে এব্যাপারে দায়িত্ব নিতে হবে। মাদক কারবারের জন্যে প্রত্যেক অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কেন তার এখানে মাদকের কারবার হলো। যে ওয়ার্ডে হবে, যে ইউনিয়নে হবে সেখানকার জনপ্রতিনিধিদের জবাবদিহী করতে হবে। পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। সকলকে যার যার অবস্থান থেকে এব্যাপারে দায়িত্ব পালন করতে হবে। আর তাহলেই সুন্দর ভবিষৎত থাকবে। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি সভাপতি রিয়াজ উদিআদন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সোমেশ রঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়া, পৌর কাউন্সিলর আবদুল মালেক চৌধুরী, মিজানুর রহমান আনসারী প্রমুখ।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ