চাঁদপুর শহরে ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার
- চাঁদপুর প্রতিনিধি:
-
২০২১-০৯-১৬ ১১:৫৩:২৪
- Print
চাঁদপুর শহরের বিপনীভাগ বাজার এলাকায় থেকে নারায়ণ ঘোষ (৬০) নামের এক মিস্টান্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিপনীবাগ বাজারের মেসার্স শরীফ স্টীল ওয়ার্কসপের কারখানার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশের একটি সেলুন থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নিহত নারায়ন ঘোষ শহরের ঘোষ পাড়ার বাসিন্দা মৃত যোগলকৃষ্ণা ঘোষের ছেলে।
নিহতের ছোট ছেলে রাজু ঘোষ ও ফুফাতো ভাই চন্দ্রনাথ ঘোষ চন্দ্র বলেন, নারায়ন ঘোষ বহুকাল ধরে পাইকারিতে দদি, মিস্টি বিক্রি করতে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি টাকা কালেকশন করতে বাজারে যান। এরপর আর বাড়িতে ফিরেন না। সকালে তার বস্তাবন্দি লাশের খবর পাওয়া যায়। ঘটনার রাতে তার সাথে বাজার থেকে কালেকশন করা টাকা এবং হাতে একটি স্বর্ণের আংটি ছিলো এবং ঘটনাস্থল এলাকায় রাতে তিনি কৃষ্ণ কর্মকারের সেলুনে মুখ সেভ করেন।
বিপনীভাগ বাজারের নাইট গার্ড মো. ইসমাইল বকাউল জানান, রাত ২টায় কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারি রাজু শীল দোকান খুলে একটি বস্তা নিয়ে পুনরায় দোকানে প্রবেশ করে। আমি দূর থেকে জিজ্ঞেস করলে সে জানায়, সামনে পূঁজা তাই দোকান পরিস্কার করছে। কিছুক্ষণ পর সে বস্তাটি টেনে হিচড়ে পাবলিক টয়লেটের কাছে নিয়ে যায়। এবারও তাকে জিজ্ঞেস করলে সে জানায়, দোকানের ময়লা-আবর্জনা পাবলিক টয়লেটের কাছর ফেলে দিচ্ছেন। এরপর ভোর ৪টার দিকে রাজু শীল সেলুন বন্ধ করে বেরিয়ে যায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী নাইটগাট এবং পরিবারের বক্তব্য নিয়েছি। বিষয়টি অধিকতর তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
তিনি আরো বলেন, এই ঘটনার সাথে অন্য কোন বিষয় জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনের সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।